Site icon Jamuna Television

দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৬০, সুস্থ ৪৯ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ই এপ্রিল পর্যন্ত মারা গেছে ৬০ জন। আর এই সময়ে মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯ জন। গতকাল বুধবার ৭ জন সুস্থ হলেও আজ কেউ সুস্থ হোন নি।

পরিসংখ্যানে দেখা যায় সুস্থ হওয়ার সংখ্যা থেকে মৃত্যুর সংখ্যা বেশি। তাহলে কী বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার তুলনায় মৃত্যুহার বেশি।

পর পর দুটি নমুনা পরীক্ষায় যদি কারো করোনাভাইরাস সংক্রমণের নেতিবাচক ফল আসে তাহলে তাকে সংক্রমণ মুক্ত বলা হয়।

এদিকে দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৬০ জন। দেশে মোট আক্রান্ত হয়েছে ১৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় জনের ২০১৯ নমুনা পরীক্ষা করা হয়েছে।

Exit mobile version