Site icon Jamuna Television

দীর্ঘ বিরতির পর আবারো ভক্তদের সামনে শাবনূর

দীর্ঘ বিরতির পর আবারো ভক্তদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। ‘পাগল মানুষ’ সিনেমাটি আপতত শাবনূর অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা শেষ সিনেমা। শাবনূরের শেষ সিনেমা হলেও এটি চিত্রনায়ক শাহের খানের প্রথম সিনেমা। আগামী ১২ জানুয়ারি দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক সংবাদ সম্মেলনের। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সিনেমার আরেক অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। চিত্রনায়িকা শাবনূর আসেন অনুষ্ঠান শেষ হওয়ার পর।

পাগল মানুষ সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার। প্রায় ৭০ ভাগ কাজ শেষে করে ২০১২ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন নির্মাতা। পরে সিনেমাটির বাকী কাজ শেষ করেন বদিউল আলম খোকন।

Exit mobile version