Site icon Jamuna Television

ওয়ারীতে সাংবাদিককে মারধর; এসআই প্রত্যাহার

রাজধানীর ওয়ারীতে এক সাংবাদিককে মারধরের অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। নির্যাতনের শিকার সাংবাদিক হলেন বাংলাদেশ প্রতিদিনের আদালত প্রতিনিধি আইনজীবী তুহিন হাওলাদার। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর টিকাটুলির কেএম দাস রোডে এ ঘটনা ঘটে।

আহত তুহিন হাওলাদার জানান, দুপুরে কেএম দাস রোডে ওয়ারী থানার এসআই মাহবুবুর রহমানসহ একজন পুলিশ ও একজন আনসার সদস্য আমার বাইক থামাতে বলেন। বাইক থামালে ঘর থেকে কেন বের হয়েছি এটা বলেই মারধর করেন। তারা আমাকে কোনো কথা বলতে দেননি।

পুলিশের ওয়ারী জোনের এসি মো. হান্নানুল ইসলাম ঘটনাটি শুনেছেন বলে গণমাধ্যমকে জানান। ডিএমপির ডিসি মো. মাসুদুর রহমান জানান, ডিএমপি কমিশনারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরবর্তীতে এসআই মাহবুবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

Exit mobile version