Site icon Jamuna Television

একজনের কারণে ৭২ পরিবার কোয়ারেন্টাইনে

১৯ বছর বয়সী এক পিৎজা ডেলিভারিবয়ের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। দক্ষিণ দিল্লির ওই জোমাটো ডেলিভারিবয় সাম্প্রতিক সময়ে ৭২টি পরিবারকে খাবার সরবরাহ করেছিলেন।

মনে করা হচ্ছে তার ডেলিভারি দেয়া খাবারের মাধ্যমে ওই মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেই সব পরিবারেও। ওই তরুণ ১২ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারির কাজ করেছিলেন।

তথ্য অনুযায়ী শেষ ১৫ দিন তিনি দক্ষিণ দিলি­র হাওস খাস, মালব্য নগর এবং সাবিত্রী নগরের ৭২টি পরিবারকে খাবার পৌঁছে দেন। ফলে ওই পরিবারগুলোকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং তাদের কারও শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে কি না, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে।

করোনা আক্রান্ত ওই ডেলিভারিবয়কে দিলি­র আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি।

Exit mobile version