Site icon Jamuna Television

কর্মহীন নরসুন্দরদের মাঝে ত্রাণসামগ্রী দিলেন এমপি শাওন

ভোলার তজুমদ্দিনে কর্মহীন হয়ে পড়া নরসুন্দরদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীর শতাধিক নরসুন্দরের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় এমপি শাওন বলেন, দেশের সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের পাশে থাকেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক চেতনার এ সরকারের সময়ে দেশের সব মানুষ সমান সুযোগ-সুবিধা পাচ্ছে। উঁচু নিচু, জাত-পাত নয়: বরং সবাইকে মর্যাদা দিচ্ছেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না। করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলুন, সবাই যার যার ঘরে অবস্থান করুন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ১০০ শীল সম্প্রদায় পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন নুরুন্নবী চৌধুরী শাওন।

এর পরে দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী মানবিক সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে উপজেলার দুস্থ ও কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন এমপি শাওন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ওসি এসএম জিয়াউল হক, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন প্রমুখ।

Exit mobile version