Site icon Jamuna Television

করোনা মহামারি রূপ নেয়ায় জাপানে জরুরি অবস্থা জারি

করোনা ভাইরাস মহামারি রূপ নেয়ায় জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মেডিকেল বিশেষজ্ঞদের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

শিনজো আবে বলেন, ৬ মে পর্যন্ত জারি থাকবে জরুরি অবস্থা। এই সময়ের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না।

এর আগে, পরিস্থিতির অবনতি হওয়ায় রাজধানী টোকিওসহ ৭টি শহরে জরুরি অবস্থা জারি করা হয়।

দেশটিতে এখন পর্যন্ত কোভিড নাইনটিনে সংক্রমিত প্রায় ৯ হাজার মানুষ। প্রাণ গেছে ১৭৮ জনের।

এদিকে, ব্রিটেনে আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। প্রাণ হারিয়েছে প্রায় ১৪ হাজার মানুষ। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮৬১ জন।

Exit mobile version