Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও আটজন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে এক মাসে বাংলাদেশিদের প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৫৪ জনে।

বৃহস্পতিবার নিউইয়র্কে মারা গেছেন ছয়জন। তারা হলেন- সাগর নন্দী, রউফ আহমেদ, মোহাম্মদ আব্দুল হক অতুল, তাজুল ইসলাম, মোহাম্মদ বহমান এবং আবু তাহের। এছাড়া মিশিগানে মারা গেছেন দেওয়ান আব্দুল; এবং ভার্জিনিয়ায় ফরিদ উদ্দিন। মারা যাওয়া ব্যক্তিদের সবার বয়সই পঞ্চাশোর্ধ্ব।

বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে, এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া প্রবাসীদের মধ্যে ১৪০ জনই নিউইয়র্কের বাসিন্দা।

বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় থাকতেন। এখনো যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক বাংলাদেশি।

Exit mobile version