Site icon Jamuna Television

অবশেষে করোনায় ভীত ট্রাম্প!

করোনা মহমারিতে এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে ভীত দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে করোনা মহামারি পরিস্থিতির উন্নতি না হলেও, অর্থনীতি সচল রাখতে তিন দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প।

কঠোর স্বাস্থ্যপরীক্ষা চালু রাখার পাশাপাশি, ধাপে ধাপে লকডাউন শিথিলের আহ্বান জানিয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি।

এদিকে. লকডাউনের কারণে গেল কয়েক সপ্তাহে নতুন বেকারের তালিকায় নাম লিখিয়েছেন, ২ কোটি ২০ লাখ মার্কিনী।

ডোনাল্ড ট্রাম্প বলেন, “নতুন উদ্দ্যমে জীবন শুরু করতে হবে আমাদের। চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নরদের ওপর। করোনা পরিস্থিতি প্রকট নয়, এমন অঞ্চলগুলোতে নিষেধাজ্ঞা শিথিল করুন। ভাইরাসের সংক্রমণ এড়াতে নিছক বেড়াতে যাওয়া বা অপ্রয়োজনীয় ভিড়ভাট্টা বন্ধ থাকুক। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার কাজটা তাকে শুরু করতে হবে। নাহলে করোনার পর অর্থনৈতিক বিপর্যয় আরেক বিপদ ডেকে আনবে।”

Exit mobile version