Site icon Jamuna Television

ব্রেইটবার্ট নিউজ থেকে ব্যাননের পদত্যাগ

ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান নীতি নির্ধারক স্টিভ ব্যানন। সম্প্রতি প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ের কিছু অংশ নিয়ে প্রেসিডেন্টের সাথে প্রকাশ্যে বিতর্কে জড়িয়ে পড়ায় সড়ে দাঁড়ালেন তিনি।

মঙ্গলবার ব্রেইটবার্টের সাইটে ব্যাননের বরাত দিয়ে এ পদত্যাগের খবর নিশ্চিত করা হয়। সাংবাদিকতার আন্তর্জাতিক প্লাটফর্মে ব্রেইটবার্ট যে ভূমিকা রেখেছে তার সাথে থাকতে পেরে নিজের গৌরবের কথা জানান ব্যানন। হোয়াইট হাউসের চিফ স্ট্রাটেজিস্ট পদ থেকে অপসারিত হওয়ার পর থেকেই রক্ষণশীল এই গণমাধ্যমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন উগ্র শেতাঙ্গপন্থি এই ব্যক্তি। তবে মাইকেল উলফ এর লেখা ফায়ার অ্যান্ড ফিউরি বইয়ে ট্রাম্প পুত্রের রুশ যোগাযোগ সম্পর্কে তথ্য তুলে ধরায় নতুন করে আলোচনায় আসেন ব্যানন।

Exit mobile version