Site icon Jamuna Television

সিরাজগঞ্জে বিদেশী রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী রিভলবার সহ ২ অস্ত্র ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‍্যাব ১২। এরা হলো উপজেলার রাজমান গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৬) এবং পাবনার ভাংগুড়া উপজেলার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে আনসার আলী (৩২)।

র‍্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার শফিক আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের সাতবিলা গ্রামে অভিযান চালায়। তখন ঐ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় ১টি বিদেশী রিভালভার ও ৮ রাউন্ড ম্যাগাজিন সহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে অবৈধ আগ্নেয় অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ব্যাপারে মামলা একটি মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version