Site icon Jamuna Television

উহানে মৃতের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ, চীনের নতুন তালিকা প্রকাশ

করোনাভাইরাসের উৎসস্থল উহানে, আক্রান্ত ও মৃত্যুর সংশোধিত তালিকা প্রকাশ করেছে বেইজিং। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও এক হাজার ২৯০ জন।

ফলে চীনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৩২ জনে। যা আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, হাসপাতালের বাইরে মৃতের হিসাব এতোদিন সরকারিভাবে নথিভুক্ত হয়নি। তবে এর পেছনে কোনো লুকোচুরির বিষয় নেই বলেও দাবি করে দেশটি। সংশোধিত পরিসংখ্যানে আক্রান্তের হিসাবে যুক্ত হয়েছে আরও ৩২৫ জন। ফলে মোট আক্রান্ত ৮২ হাজার ৬৯২ জন।

পশ্চিমা গণমাধ্যমের দাবি, উহানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। রোগ নিয়ন্ত্রণে আসায় ৭৬ দিনের কঠোর লকডাউন শেষে গেল সপ্তাহ থেকে স্বাভাবিক হতে শুরু করেছে শহরটির জীবনযাত্রা।

Exit mobile version