Site icon Jamuna Television

ইরানে বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল দায়ী: খামেনি

ইরানের বিক্ষোভের জন্য আবারো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইন্ধনকেই দায়ী করলেন দেশটির সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মঙ্গলবার তেহরানে জনতা উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি। ইরানের এই্ সর্বোচ্চ নেতা বলেন,  মার্কিন-ইহুদি ষড়যন্ত্র ব্যর্থ। আবার যদি এমন চেষ্টা করে তাহলে আবারো তারা ব্যর্থই হবে। কেননা মার্কিন প্রেসিডেন্ট একজন অস্থির ব্যক্তি। নিজ দেশেই তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু তার পাগলামির জবাব দেয়া হবে না তা নয়।

খামেনি আরও  দাবি করেছেন, বাইরের ষড়যন্ত্রের সুষ্পষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। ভবিষ্যতে আবারো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার সমুচিত জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গেল বছরের শেষে অর্থনৈতিক ইস্যুকে পুঁজি করে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে ইরান। বিক্ষোভ শেষ পর্যন্ত রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। বিক্ষোভকারীদের সব ধরণের সহায়তার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রায় ৮ দিন সরকারবিরোধী বিক্ষোভে প্রাণ যায় অন্তত ২২ জনের। আটক করা হয় তিন হাজার ৭শ’ বিক্ষোভকারী।

Exit mobile version