Site icon Jamuna Television

করোনায় দেশে সুস্থ হয়েছেন আরও ৯ জন

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আজ সুস্থ হয়েছেন ৯ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৮ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দেশে আজ নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে। আর মারা গেছেন আরও ১৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। গত ২৪ ঘণ্টায় ২১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং দেশে এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

Exit mobile version