Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরেক রোগীর মৃত্যু

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরেক রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের বিআইটিআইডিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো।

বিআইটিআইডির পরিচালক জানান, বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধের করোনা শনাক্ত করা হয়। এরপর থেকে তিনি বিআইটিআইডিতে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত ৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামের ৩৩ জন, লক্ষ্মীপুরের ১৯ জন, ফেনী ও নোয়াখালীর ১ জন।

Exit mobile version