Site icon Jamuna Television

‘৩৭ দিনে আইসিইউ সাপোর্ট পেয়েছে ২৭ জন’

গত ৩৭ দিনে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ২৭ জন আইসিইউ সাপোর্ট পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১ দশমিক আট শতাংশ রোগী এ সুবিধা পেয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, করোনায় আক্রান্ত ৮০ শতাংশ রোগীর চিকিৎসার দরকার নাই। অক্সিজেন সাপোর্ট এবং কিছু ঔষুধ লাগতে পারে।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫০০ জন। যা মোট আক্রান্তের ৩৩ ভাগ। দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া মন্ত্রী বলেন, দেশে আরো বেশ কিছু হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। সবাইকে ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না।

Exit mobile version