Site icon Jamuna Television

ভারতে করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা, নবদম্পতির আত্মহত্যা

ভারতে করোনা আতঙ্কে গ্রামে ঢুকতে বাধা দেয়ায় এক নবদম্পতি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার জঙ্গলের ভেতর গাছের ডালে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা।

আত্মঘাতী দুজন হলেন- অশোক কুমার ও তার স্ত্রী।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, চার মাস আগে বিয়ে করেন অশোক। সম্প্রতি কাজের খোঁজে স্ত্রীকে নিয়ে উত্তরাখণ্ড থেকে পাঞ্জাব যান তিনি। করোনার কারণে ফিরে এলেও গ্রামে ঢুকতে পারেননি অশোক।

এরপর গ্রামের বাইরে একটি স্কুলে আরও কয়েকজনের সঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন অশোক কুমার ও তার স্ত্রী। তাদের কোনো করোনা উপসর্গ না থাকলেও বাইরে থেকে আসায় কোয়ারেন্টিনে থাকতে হয়ে।

কিন্তু গ্রামের লোকেরা তাদের নিজেদের ঘরে ঢুকতে না দেয়ায় অবসাদ থেকেই স্ত্রীকে নিয়ে তিনি উত্তরাখণ্ডের তিপ্পারপুর গ্রামের পাশের জঙ্গলে আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার কোয়ারেন্টিন সেন্টার থেকে স্ত্রীকে নিয়ে পাশের জঙ্গলে যান অশোক। পরে একটি গাছের ডাল থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

তবে তাদের মৃত্যুর পেছনে আর কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Exit mobile version