Site icon Jamuna Television

ভৈরবে করোনায় ডাক্তার, পুলিশ ও নার্সসহ আক্রান্ত ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ভৈরবে একজন ডাক্তার, একজন নার্স ও তিন পুলিশ কনেস্টেবল করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে আজ শুক্রবার বিকেলে একজনের নেগেটিভ আসলেও ৫ জনের পজেটিভ রিপোর্ট আসে। এর আগে গত এক সপ্তাহে ভৈরবে ৫ জন করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে ভৈরবে ১০ জন আক্রান্ত হলো।

গত শনিবার ভৈরব থানার এক পুলিশের এসআই করোনায় আক্রান্ত হয়েছিল। আজকের আক্রান্ত তিন পুলিশ ওই পুলিশের সাথে ডিউটি করছিল বলে থানার ওসি মোঃ শাহিন জানায়। আর ডাক্তার ও নার্স রোগীদের চিকিৎসা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা এবং করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ বুলবুল আহমেদ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন।

Exit mobile version