Site icon Jamuna Television

কক্সবাজারে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তির পরই মারা যায় এক নারী।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহিউদ্দিন জানান, ভর্তির কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয়। ওই রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসলে তাকে জরুরি বিভাগে চিকিৎসার পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য রোগীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে এই রোগী করোনা পজেটিভ ছিল কিনা।

এছাড়া, কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, ওই রোগীর হাঁপানি ও ডায়াবেটিস ছিল। তারপরও তাকে দাফনের ক্ষেত্রে সর্বোচ্চ সর্তকর্তা অবলম্বন করা হবে।

Exit mobile version