Site icon Jamuna Television

করোনায় যুক্তরাষ্ট্রে আরও ২ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করলেন আরও দুই প্রবাসী বাংলাদেশি। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা ১৫৬ জন। শুক্রবারে মৃত্যুবরণ করা নাহিদ সুলতানা নিউইয়র্ক নেত্রকোনা কমিউনিটির উপদেষ্টার স্ত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর; খবরটি নিশ্চিত করে তার পরিবারের সদস্যরা।

স্বজনরা জানান, কিছুদিন ধরেই লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে, ৫৫ বছর বয়সী আবদুল হক মুন্সি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এটি পারিবারিকভাবে নিশ্চিত করা হয়। তার গ্রামের বাড়ি বরিশাল।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মহামারিতে মৃত্যুবরণ করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ১৩৯ জনই নিউইয়র্কের বাসিন্দা ছিলেন। বাকিরা মিশিগান, নিউজার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় থাকতেন।

Exit mobile version