Site icon Jamuna Television

ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইক

ব্রাজিলের নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ক্যান্সার বিশেষজ্ঞ নেলসন টেইক। শুক্রবার প্রেসিডেন্ট এবং মন্ত্রীসভার সামনে তিনি শপথ গ্রহণ করেন।

এ সময় প্রেসিডেন্ট জেইর বলসোনারো স্পষ্ট করেন, করোনার কারণে ধ্বংসের মুখে চলে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কোভিড নাইনটিন মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক ম্যানডেটাকে বহিষ্কার করেন প্রেসিডেন্ট বলসোনারো। ম্যানডেটার বিরুদ্ধে অভিযোগ, তিনি করোনাভাইরাসকে বেশি গুরুত্ব দিচ্ছিলেন।

‘ব্রাজিলের ট্রাম্প’ খ্যাত বলসোনারোর দাবি, করোনা সংক্রমণকে তেমন পাত্তা দেয়ার কিছু নেই। বিস্তার ঠেকাতে লকডাউন বা কড়াকড়ি আরোপেরও বিরোধী তিনি।

Exit mobile version