Site icon Jamuna Television

২ লাখ টন বাড়তি ধান কেনার সিদ্ধান্ত সরকারের

এবার ২ লাখ টন বাড়তি ধান কেনার সিদ্ধান্ত দিয়েছেন সরকার। এতে বোরো মওসুমে ধানের ন্যায্য মূল্য পাবে কৃষকরা। তবে প্রকৃত কৃষকদের যেন ধান ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তা নিশ্চিত করার তাগিদ কৃষি সংশ্লিষ্ট অর্থনীতিবিদের।

তারা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মাঠ পর্যায়ে বাস্তবায়নে খাদ্য অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ জরুরি।

জানা গেছে চলতি বোরো মৌসুমে মোট ১৮ লাখ ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য কেনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে ৭৫ হাজার মেট্রিক টন গম, ৬ লাখ মেট্রিক টন ধান, ১০ লাখ মেট্রিক টন চালসহ বোরো আতপ চাল কেনা হবে দেড় লাখ মেট্রিক টন।

হামিদুর রহমান (সাবেক মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) জানান, করোনা পরিস্থিতির কারণে এবার আরও দুই লাখ টন ধান বাড়তি কেনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ২৬ টাকা কেজি দরে পূর্ব ঘোষিত ৬ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ধান সংগ্রহ দাড়াবে ৮ লাখ টন।

অর্থনীতিবিদ এম আসাদুজ্জামান বলেন, এবার হাওর অঞ্চলে বাম্পার ফলনের কারণে সারাদেশের বোরো ধানের উৎপাদন ছাড়িয়ে যাবে দেড় কোটি টন। প্রতি কেজি ধানের উৎপাদন খরচ পড়েছে ২২ টাকার কাছাকাছি। তাই লটারির মাধ্যমে যেন প্রকৃত কৃষকরা ধান বিক্রি করতে পারে সেদিকে নজর দেয়ার তাগিদ বিশ্লেষকদের।

এদিকে ২৬ এপ্রিল থেকে শুরু হবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম, যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ।

Exit mobile version