Site icon Jamuna Television

করোনাভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে দিনাজপুরে একযোগে প্রার্থনা

করোনাভাইরাসের ভয়াবহতা থেকে বাঁচতে দিনাজপুরের সদর উপজেলার সুইহারী মাঝাডাঙ্গা গ্রামে একযোগে দোয়া হয়েছে।

বিশেষ এই প্রার্থনার সময় শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা পালন করেন গ্রামবাসী। শুক্রবার আছরের নামাজের পর রওশন পাড়া জামে মসজিদে এই দোয়া হয়। যা প্রচার করা হয় গ্রামের ১২টি মসজিদের মাইক থেকে। গ্রামবাসীরা যে যেখান থেকে পেরেছেন শারীরিক দূরত্ব বজায় রেখে এতে অংশ নেন।

দোয়ায় মহামারি থেকে দেশ ও জাতিকে রক্ষার আকুতি জানান মুসল্লিরা। এর আগে মসজিদে মসজিদে হয় কোরআন তেলাওয়াত।

Exit mobile version