Site icon Jamuna Television

ঢাকা শহরের ১১৩ এলাকায় করোনাভাইরাস, কোন এলাকায় কতজন?

এ পর্যন্ত দেশে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩৮। আক্রান্তদের মধ্যে শতকরা ৬৮ ভাগ পুরুষ, বাকি ৩২ ভাগ নারী। অপরদিকে শতকরা ৪৬ ভাগ ঢাকার বাসিন্দা। ঢাকার মধ্যে মিরপুরে রোগী সবচেয়ে বেশি, যা ১১ শতাংশ।

আইইডিসিআর পরিচালক ডা. ফ্লোরা বলেন, ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মিরপুরে। আমরা টোলারবাগে বেশি আক্রান্ত দেখেছিলাম। এখন মিরপুরের বিভিন্ন অঞ্চল এবং টোলারবাগের পুরোটা এলাকা ধরে যদি আমরা বলি, এটা শতকরা প্রায় ১১ ভাগ। এরপর রয়েছে মোহাম্মদপুর এলাকা। সেখানে শতকরা ৪ ভাগ। ওয়ারী এবং যাত্রাবাড়ীতে শতকরা ৪ ভাগ, উত্তরা ও ধানমণ্ডিতে শতকরা ৩ ভাগ করে সংক্রমিত ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।

ঢাকা মহানগরীর ১১৩টি এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে- আদাবর ৫, আগারগাঁও ২, আরমানিটোলা ১, আশকোনা ১, আজিমপুর ১১, বাবুবাজার ১১, বাড্ডা ৮, বেইলি রোড ৩, বনানী ৮, বংশাল ১৫, বানিয়ানগর ১, বাসাবো ১৭, বসুন্ধরা ৫, বেগুনবাড়ী ১, বেগমবাজার ১, বেড়িবাঁধ ১, বকশীবাজার ১, বছিলা ১, বুয়েট এরিয়া ১, ক্যান্টনমেন্ট ১, সেন্ট্রাল রোড ১, চানখাঁরপুল ৬, চকবাজার ১০, ঢাকেশ্বরী ১, ডেমরা ২, ধানমণ্ডি ১৮, ধোলাইখাল ১, দয়াগঞ্জ ১, ইস্কাটন ৬, ফরিদাবাদ ১, ফার্মগেট ১, গেণ্ডারিয়া ১৪, গোড়ান ১, গোপীবাগ ৩, গ্রিন রোড ১০, গুলিস্তান ৩, গুলশান ১৩, হাতিরঝিল ১, হাতিরপুল ৩, হাজারীবাগ ১৫, ইসলামপুর ২, জেলগেট ২, যাত্রাবাড়ী ২৩, জিগাতলা ৫, জুরাইন ৩, কল্যাণপুর ১, কামরাঙ্গীরচর ৪, কাজীপাড়া ৩, কারওয়ানবাজার ১, কচুক্ষেত ১, খিলগাঁও ১, খিলক্ষেত ১, কলতাবাজার ১, কদমতলী ২, কোতোয়ালি ৪, কুড়িল ১, লালবাগ ২১, লক্ষ্মীবাজার ৪, মালিটোলা ১, মালিবাগ ৪, মানিকদী ১, মাতুয়াইল ১, মীরহাজীরবাগ ২, মিরপুর ১-এ ৮, মিরপুর ৬-এ ৩, মিরপুর ১০-এ ৭, মিরপুর ১১-এ ১৩, মিরপুর ১২-এ ১১, মিরপুর ১৩-এ ২, মিরপুর ১৪-এ ৬, মিটফোর্ড ১৭, মগবাজার ১১, মহাখালী ১২, মোহনপুর ১, মোহাম্মদপুর ২৬, মতিঝিল ১, মুগদা ৩, নবাবপুর ১, নবাবগঞ্জ ২, নারিন্দা ৩, নাখালপাড়া ৫, নিকুঞ্জ ১, পীরেরবাগ ২, পুরানা পল্টন ২, রাজারবাগ ১৩, রামপুরা ৪, রমনা ৫, রায়েরবাগ ১, রায়েরবাজার ১, সবুজবাগ ২, সদরঘাট ১, সায়েদাবাদ ১, সায়েন্স ল্যাব ১, শাহআলীবাগ ২, শাহবাগ ৬, শাঁখারীবাজার ৭, শান্তিবাগ ১, শ্যামপুর ১, শান্তিনগর ৭, শ্যামলী ৪, শেওড়াপাড়া ১, শেখেরটেক ১, সোয়ারীঘাট ৩, সিদ্ধেশ্বরী ৩, শনির আখড়া ১, সূত্রাপুর ৯, তেজগাঁও ১৬, তেজতুরী বাজার ১, টোলারবাগ ১৯, উর্দু রোড ১, উত্তরা ২০, ভাটারা ১ এবং ওয়ারীতে ২৭ জন।

গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস ছড়ায়। বাংলাদেশে ৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি সরকার নানা পদক্ষেপ নিয়েছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা। মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।

Exit mobile version