Site icon Jamuna Television

রাজশাহীতে আইসোলেশন ওয়ার্ডে এক যুবকের মৃত্যু

রাজশাহীতে করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার সকাল ৭টার দিকে করোনা আইসোলেশন ওয়ার্ড সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান,নাটোরের নলডাঙ্গা থেকে গত শুক্রবার বিকেলে অজ্ঞান অবস্থায় যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। তার গত চারদিন ধরে জ্বর এবং শরীরে র‌্যাশ ছিল।

চিকিৎসরা জানিয়েছে, করোনা সংক্রমিত ছিল কি না সেটি যাচাই করতে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার পরীক্ষার ফল জানার পর তার মরদেহ হস্তান্তর করা হবে এবং কিভাবে সমাহিত করা হবে তার সিদ্ধান্ত নেয়া হবে।

Exit mobile version