Site icon Jamuna Television

গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ।।
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাশপুর এলাকায় করোনার উপসর্গ সর্দি, জ্বরও শ্বাস কষ্ট নিয়ে বাদল মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই ব্যক্তি বিগত ৭ দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। আজ শনিবার ভোর রাতে তিনি মারা যান।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মৃত ব্যক্তির নমূনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া তার পরিবারের অন্যন্য সদস্যদেরকে রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

এর আগে জেলার কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়ায় ৩ জন নারী করোনার উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হলো।

Exit mobile version