Site icon Jamuna Television

৩ দিনে বেনাপোল দিয়ে ২২৯ জন দেশে ফিরেছে

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার, যশোর
বিশেষ ব্যবস্থাপনায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ২২৯ জন বাংলাদেশি গত ৩ দিনে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ২২৯ জন বাংলাদেশে এসেছে আর আজ ১৮ এপ্রিল ৩০ বাংলাদেশি পাসপোর্টযাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি সেন্টার ও ঝিকরগাছা গাজীর দরগাহ মাদ্রাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে যাদের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে তাদেরকে যশোর সদর ২৫০ শয্যা হাসপাতালের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হচ্ছে।

Exit mobile version