Site icon Jamuna Television

করোনার মধ্যেও শত্রুতা করে পুকুরে বিষ

পাবনা প্রতিনিধি
পাবনার দাপুনিয়ার পশ্চিম বনগ্রামের জাহিদ হাসানের পুকুরে কে বা কারা রাতের আধারে শত্রুতা করে বিষ প্রয়োগ করে ১২০মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে। এতে তার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।

এঘটনায় শুক্রবার সদর থানায় একটি অভিযোগ করেছে জাহিদ হাসান।

জানা গেছে, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পশ্চিম বন গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে জাহিদ হাসান বড়দিকশাইল কালিবাড়ী এলাকায় ১১ বিঘা জমির ওপর একটি বিশাল বড় পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের আবাদ করছিলেন। এসময় ওই দিন রাতে কে বা কারা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেন। এঘটনায় সদর থানা পুলিশ পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Exit mobile version