স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচরে এবার এক নারী চিকিৎসক ও তার শিশুকন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরআগে তার চিকিৎসক স্বামীও করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি নারায়ণগঞ্জে প্রাকটিস করতো বলে জানা গেছে।
এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৭সহ মাদারীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ এ । এদের মধ্যে শিবচরের এক ইতালি প্রবাসীর পরিবারের ৬ সদস্য ছাড়পত্র পাওয়ার পর ২য় বার আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসোলেশনে রয়েছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্তদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। ডক্টর’স কোয়াটারটি লকডাউন করে ওই ভবনে বাস করা চার চিকিৎসক পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

