Site icon Jamuna Television

করোনায় দেশে ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬

দেশে নতুন করে আরও ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৮৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল দেশে ২৬৬ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ১৫ জন।

পরিসংখ্যানে দেখা গেছে এখন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫০টিতেই সংক্রমণ ধরা পড়েছে। ঢাকা মহানগরীর ১১৩টি এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

Exit mobile version