Site icon Jamuna Television

আখাউড়ায় লোকসমাগম করে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য

আখাউড়া প্রতিনিধি:

নির্দেশনা অমান্য করে করোনাভাইরাসের ঝুঁকির মাঝে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকসমাগম ঘটিয়ে নিউ সুফিয়া এন্টারপ্রাইজ (টিসিবি) পণ্য বিক্রি করছে।

শনিবার পৌরশহরের বড়বাজারে টিসিবির পণ্য ক্রয়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে সাধারণ মানুষেরা জটলা বাধিয়ে তেল, চিনি, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন। এতে সামাজিক দূরত্ব না মানায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টিসিবির পণ্য নিতে আসা ক্রেতা আলিয়া বেগমসহ একাধিক ভোক্তা জানান, বাজারে দোকানপাট অনেকাংশে বন্ধ থাকায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য ক্রয় করার জন্য করোনার ঝুঁকি নিয়ে, মৃত্যুর মুখে ভিড় ঠেলে এসব পণ্য ক্রয় করতে হচ্ছে।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং লোকসমাগম কমিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করার আহ্বান জানান।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, আমরা আমাদের আইন ও নিয়ম অনুযায়ী যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছি। কিন্তু মানুষ সচেতন না, সেজন্য আইনও মানছে না। আশা করবো সবাই নিয়ম মেনে পণ্য সংগ্রহ করবে।

Exit mobile version