Site icon Jamuna Television

জরুরি স্বাস্থ্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বব্যাংক

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এপ্রিলের শেষ দিকে বিশ্বের ১০০ টিরও বেশি দেশে জরুরি স্বাস্থ্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে ডব্লিউবিজি।

এদিকে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংক দ্রুত এবং বিস্তৃত নানা পদক্ষেপ গ্রহণের দিকে মনোনিবেশ করেছে। করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ যে স্বাস্থ্য, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে পড়েছে, তা মোকাবিলায় বিশ্বব্যাংক আগামী ১৫ মাসে আরো ১৬০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলেও জানান মালপাস।’

ডব্লিউবিজি প্রেসিডেন্ট আরও জানান, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এবং ইন্টার-আমেরিকান ডেভলপমেন্ট ব্যাংকের মতো অন্যান্য বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকগুলো (এমডিবি) দলবদ্ধভাবে এ সময়ের মধ্যে প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার ফলে এমডিবির মোট তহবিল দাঁড়িয়েছে ২৪০ মার্কিন বিলিয়ন ডলার।

Exit mobile version