Site icon Jamuna Television

লকডাউনে সাবেক মুখ্যমন্ত্রীর ছেলের বিয়ে, চটলেন রাভিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা তৈরিতে তার ভূমিকা প্রশংসনীয়। করোনার এই ক্রান্তিকালেই লকডাউনের নিয়ম ভঙ্গ করে বিয়ে সেরেছেন কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীর ছেলে নিখিল কুমারাস্বামী। আর এতে বেজায় চটেছেন রাভিনা।

ভারতের ২১ দিনের লকডাউন শেষে এর মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখাই যেখানে করোনাভাইরাস থেকে মুক্তির উপায়, সেখানে ঘটা করে সাবেক মুখ্যমন্ত্রীর ছেলের বিয়ে মেনে নিতে পারছেন না অনেকে। এতে রাভিনাও তার মতামত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।

অনেক মানুষই যে তাঁদের পরিবারের কাছে যেতে পারছেন না ও ক্ষুধার্ত অবস্থায় আছেন এবং অন্যরা তাঁদের সাহায্যের চেষ্টা করছেন, সে সম্পর্কে নিশ্চয়ই ছোট মনের মানুষেরা সচেতন নন। ব্যুফেতে কী পরিবেশন করা হয়েছে, তা নিয়ে আমি আশ্চর্য,’ বলেন রাভিনা। দুর্যোগকালে এমন আয়োজনে খেপেছেন নেটিজেনরাও।

Exit mobile version