Site icon Jamuna Television

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা মারা গেছেন

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত ১২টার কিছু আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর গণামাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান, নাট্য নির্মাতা এস এম কামরুজ্জামান সাগরসহ অনেকে।

স্বজনরা জানিয়েছেন, তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তার মৃত্যুতে বিনোদন জগতের অনেক তারকা শোক প্রকাশ করেছেন।

অভিনেত্রী তানভীন সুইটি স্ট্যাটাস দিয়েছেন, কয়েক মাস আগে বিটিভির নাটকে কাজ করেছিলাম। অনেক ভালো মনের মানুষ ছিলেন। আন্টি অনেক দোয়া করি আপনার জন্য, আপনার আত্মার শান্তি কামনা করছি।

Exit mobile version