Site icon Jamuna Television

দেশের চেয়ে সিঙ্গাপুরে করোনা শনাক্ত বাংলাদেশির সংখ্যা বেশি

সিঙ্গাপুরে একদিনেই ৫৭০ জন প্রবাসী বাংলাদেশির করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ২ হাজার ৫৯৭ বাংলাদেশি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হলেন। যা সারা বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদফতরের হিসেব অনুযায়ী, বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ হাজার ১৪৪ জন।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯২৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি।

সিঙ্গাপুর সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত ৫ হাজার ৯৯২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই হলেন বিদেশি শ্রমিক। এসব শ্রমিকরা বিভিন্ন ডরমিটরিতে এক সঙ্গে থাকার কারণে করোনা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে।

সিঙ্গাপুরের চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, দেশটিতে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ গুণ বেড়েছে।

দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সুস্থ হয়েছেন ৭০৮ জন।

Exit mobile version