Site icon Jamuna Television

করোনার ভয়াবহতার মাঝেও আনন্দ, নারীর তিন সন্তানের জন্ম

পাবনা প্রতিনিধি
করোনার ভয়াবহার মাঝেও পাবনাতে এক নারী একসাথে তিনটি সন্তান প্রসব করেছেন। এদের মাঝে ১ টি ছেলে ও ২ টি মেয়ে। শনিবার রাতে পাবনা শহরের ইছামতি ক্লিনিকে এই সন্তানেরা মায়ের কোল অলোকিত করে ভূমিষ্ট হন। জেলার বেড়া উপজেলার জোড়দহ গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী কামরুন নাহার একসাথে তিনটি সন্তান প্রসব করেন।

প্রসূতি মা ও তার সন্তানেরা সকলেই সুস্থ আছেন।

Exit mobile version