Site icon Jamuna Television

অহেতুক বাড়ির বাইরে, আধাঘণ্টা রোদে বসিয়ে শাস্তি দিলো পুলিশ

বগুড়া ব্যুরো
বগুড়ায় অহেতুক বাইরে বের হওয়া নাগরিকদের আধাঘণ্টা ধরে রোদে বসিয়ে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে থানা পুলিশ। রোববার দুপুরে শহরের সাতমাথা এলাকায় মোটরবাইকে কিংবা পায়ে হেঁটে বিনা প্রয়োজনে রাস্তায় নামাদের এমন শাস্তি দেন পুলিশ সদস্যরা।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. বদিউজ্জামান যমুনা নিউজকে জানান, করোনাভাইরাস কোভিড নাইনটিনের সংক্রমণ প্রতিরোধে কয়েক সপ্তাহ ধরে তারা জনসাধারণকে বাড়িতে থাকার অনুরোধ জানিয়ে আসছেন। কিন্তু এরপরও অনেকেই বিনা প্রয়োজেন বাড়ির বাইরে আসছেন। তাই এই প্রবণতা ঠেকাতে এমন লঘু শাস্তি দিয়েছেন তারা।

ওসি জানান, রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা তারা শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বিনাপ্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া নাগরিকদের শনাক্ত করেন। এসময় অহেতুক বাড়ির বাইরে বের হওয়ায় শতাধিক নাগরিককে সাতমাথা এলাকায় রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হয়।

Exit mobile version