Site icon Jamuna Television

গাজীপুরে ৫৮ স্বাস্থ্যকর্মী ও ১০ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

গাজীপুরে করোনা শনাক্ত ১৬১ জনের মধ্যে স্বাস্থ্য বিভাগের ৫৮ কর্মী ছাড়াও ১০ জন পুলিশ রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ৮ জন সদস্য। তাছাড়া, কালিগঞ্জ থানার ২ পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

এদিকে গাজীপুরে ”লকডাউন” বা ”হাট বাজার বন্ধ” কোন ঘোষণাই তেমন কাজে আসছে না। অধিকাংশ মানুষই শুনছেন না কোন ঘোষণা। বিশেষ করে নিম্নবিত্ত মানুষ খাদ্যাভাবে থাকায় মানছে না। গার্মেন্টস কারখানার হাজার হাজার শ্রমিক প্রতিদিনই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করছে। এসব সমাবেশে সামাজিক যোগাযোগের বিধিনিষেধ হচ্ছে উপেক্ষিত।

জেলায় প্রবাস ফেরত ৪৩ জনসহ ৩৪৭ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

Exit mobile version