Site icon Jamuna Television

দেশে ৯ জনকে ভেন্টিলেটর দেয়া হয়েছে, ৮ জনই মারা গেছে

গত ২৪ ঘন্টায় দেশে ৩১২ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরো সাত জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৪৫৬ জন ও মৃত্যুবরণ করেছেন ৯১ জন।

এদিকে দেশে এ পর্যন্ত ৯ জনকে ভেন্টিলেটর দেয়া হয়েছে, ৮ জনই মারা গেছেন। এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত কিছুদিনের অভিজ্ঞতায় আইসিইউ এর ফলাফল ভাল পাওয়া যায়নি। এ পর্যন্ত যে ৯ জনকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাদের মধ্যে ৮ জনই মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার ভেতরে ৪৪%, নারায়ণগঞ্জে ৩১% এবং বাকি ২৫ শতাংশ সারা দেশে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

এদিকে আজ নতুন আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এই বয়স সীমায় আক্রান্তের হার ২৩.৪ ভাগ। এর পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা যার হার ২২ শতাংশ।

যারা মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং দুই জন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকার ভেতরে তিন জন এবং বাকি চার জন নারায়ণগঞ্জে মারা গেছেন।

Exit mobile version