Site icon Jamuna Television

ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে তাঁত শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
ত্রাণের দাবিতে রবিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গাছ ফেলে তাঁত শ্রমিক ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত মানুষ বিক্ষোভ করে।

খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও ওসি দীপক কুমার দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে বিক্ষোভকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

গত ২৫ মার্চ থেকে ২৫ দিন ধরে তাঁত বন্ধ রয়েছে। ফলে এ তাঁতের কাজের সাথে জড়িত প্রায় ১৫ হাজার তাঁত শ্রমিক বেকার হয়ে পড়ে।

এ বিষয়ে দূর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান আফসার আলী জানান, আমার ইউনিয়নের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের তাঁত শ্রমিক। এ ছাড়া নদীভাঙ্গণ কবলিত অসহায় শত শত মানুষ এখানে এসে আশ্রয় নিয়েছে। যে বরাদ্দ পাচ্ছি তাতে সবাইকে এক সাথে দেওয়া সম্ভব না। পর্যায়ক্রমে দিচ্ছি। আমাদেও ত্রাণ বিতরণ অভ্যহত আছে। পর্যায়ক্রমে তারাও পাবে। স্থানীয় বিএনপি-জামাত সরকারকে বেকায়দায় ফেলতে এদের উস্কানি দিয়ে পথে নামিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া থানার ওসি দীপক কুমার দাস বলেন,অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তাদেও সাথে কথা বলে দ্রুত ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন,আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ আছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। ওই এলাকার তাঁত শ্রমিকরা অভাবি ও হতদরিদ্র নদীভাঙ্গা মানুষ। তাদের সবাইকে এক সাথে ত্রাণ দেওয়া সম্ভব নয়। পর্যায়ক্রমে তারা সবাই ত্রাণ পাবে।

Exit mobile version