Site icon Jamuna Television

লকডাউন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা

অন্যান্য দেশের মতো নিউজিল্যান্ডেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসের বিস্তার রোধে প্রায় এক মাসব্যপী কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। ফলে তাঁর বিরুদ্ধে দেশটির এক আদালতে একাধিক মামলা করা হয়েছে।

সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার অকল্যান্ড হাইকোর্টে প্রধানমন্ত্রী জেসিন্ডার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলাকারী ওই দুই ব্যক্তি মামলার যুক্তিতে বলেছেন, তাদের অবৈধভাবে ঘরে আটকে রাখা হচ্ছে। দেশে করোনায় মৃত্যুর হারের তুলনায় ‘লেভেল ফোর’ যে লকডাউন দেওয়া হয়েছে সেটি অর্থনীতির জন্য ব্যপক ক্ষতি।

এক মামলাকারীর দাবি, প্রধানমন্ত্রী আর্ডেনের জনজীবন সীমাবদ্ধ করার কোনো ভিত্তি নেই।

এদিকে, আর্ডেনের আইনজীবী বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি আটকের মতো নয়।

উভয়পক্ষের কথা শোনার পর এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি আদালত।

তবে বিচারক জানান, জরুরি ভিত্তিতে এ মামলার রায় দেওয়া হবে।

Exit mobile version