Site icon Jamuna Television

সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ১০০ আইসোলেশন বেড দিয়েছে আকিজ গ্রুপ

দেশে চলমান করোনা পরিস্থিতিতে সেন্ট্রাল পুলিশ হাসপাতাল (সিপিএইচ) -এর জন্য ১০০টি আইসোলেশন বেডসহ, আইসিইউ মেশিন, কার্ডিয়াক মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ডাক্তারদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), স্প্রেরুম এবং অন্যান্য মেডিক্যাল ইকুইপমেন্ট প্রদান করেছে আকিজ গ্রুপ।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম ও আকিজ গ্রুপের ডিরেক্টর শামিম উদ্দিন।

কোভিড -১৯ এর প্রাদুর্ভাব ঠেকাতে এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ইতোমধ্যে দেশে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে করোনা রোগীদের নিবিড় পরিচর্যার ক্ষেত্রে আকিজ গ্রুপের দেওয়া এসব চিকিৎসা উপকরণ কিছুটা হলেও দেশের এই ক্রান্তিকালে সহায়তা করবে বলে আশা করেন তারা।

Exit mobile version