Site icon Jamuna Television

বাবাকে হারালেন ক্রিকেটার ইমরুল কায়েস

ইমরুল কায়েসের বাবা মারা গেছেন

ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন

প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস।

গত ২৩ মার্চ নিজ শহর মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে মেহেরপুর এরপর কুষ্টিয়া ও সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় বানি আমিন বিশ্বাসকে।

দুর্ঘটনায় মাথা, হাত ও পায়ের আঘাত গুরুতর ছিল। প্রায় মাসখানেক চিকিৎসার পর রোববার রাত ৯ টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

গত এক মাস ইমরুলকে করোনার মধ্যে ঝুঁকি নিয়েই নিয়মিত হাসপাতালে পড়ে ছিলেন ইমরুল। তবুও বাঁচানো গেল না বাবাকে।

ইমরুলের বাবার মৃত্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন করেছেন তার সতীর্থরা।

জানা গেছে, মেহেরপুরের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে মরহুমকে।

Exit mobile version