Site icon Jamuna Television

কানাডায় পুলিশ ছদ্মবেশী বন্দুকধারীর গুলিতে নিহত ১৬

কানাডার নোভা স্কশিয়া প্রদেশে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে ১৬ জন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়। ছবি সংগৃহীত

কানাডার নোভা স্কটিয়া প্রদেশে পুলিশের ছদ্মবেশী এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত কমপক্ষে ১৬ জন।

রোববারের এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদেরমধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ধারণা করা হচ্ছে, এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। টানা ১২ ঘণ্টার পাল্টাপাল্টি বন্দুকযুদ্ধে প্রাণ হারান এক নারী পুলিশ কর্মকর্তাও।

এছাড়া নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে বন্দুকধারীরও মৃত্যু হয়েছে। তাকে ৫১ বছর বয়সী কানাডিয়ান গ্যাব্রিয়েল ওর্টম্যান হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

অবশ্য হামলার কারণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি কানাডা। একইসাথে পুলিশের পোশাক এবং অস্ত্র কিভাবে সংগ্রহ করলো আততায়ী বিষয়টি নিয়ে চলছে তদন্ত চলছে।

কানাডায় ম্যাস শুটিংয়ের ঘটনা বেশ বিরল। শেষবার, ২০১৯ সালে দুই কিশোরের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান কমপক্ষে তিনজন।

Exit mobile version