Site icon Jamuna Television

নাটোরে কাশি, জ্বর নিয়ে ভ্যান চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নাটোর
নাটোরের বাগাতিপাড়ায় জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার রাত অনুমানিক দুইটার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা, গত কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিল ঐ ভ্যানচালক। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। হঠাৎ গত রাতে অবস্থার তার অবনতি হলে হাসপাতালে নেবার পথেই তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক রতন কুমার সাহা জানান, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছে। করোনাভাইরাসের উপসর্গ থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক মেডিকেল টিম কাজ করছে। ঐ ব্যক্তির পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল করেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল জানান, পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত মৃতব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন থাকবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির যেভাবে শেষকৃত্য করা হয়। সেভাবেই ভ্যানচালকের শেষকৃত্য করা হবে।

Exit mobile version