Site icon Jamuna Television

নীলফামারীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর আর চড়াইখোলা ইউনিয়নের নিম্নআয়ের শ্রমজীবী ঘরবন্দী মানুষেরা খাবারের দাবিতে সড়ক অবরোধ করেছে। আজ সোমবার দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের টেক্সটাইল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় সড়কের দুই পার্শ্বে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহন আটকা পরে।

পরে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেয়ার আশ্বাস দেয়ার পরে তারা অবরোধ তুলে নেয়।

Exit mobile version