Site icon Jamuna Television

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফসহ ২০ জন হোম কোয়ারেন্টাইনে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর হাসপতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে করোনাভাইরাসের এক রোগী শনাক্ত হওয়ায় হাসপাতালের দ্বিতীয় তলা তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রোগীর সংস্পর্শে আসা ৩ জন ডাক্তার, নার্স ও স্টাফ সহ ২০ জন কে আজ দুপুরে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জীবাণুমুক্ত করে তা আবার খোলা হবে বলে জানান সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

দ্বিতীয় তলায় থাকা অন্যান্য রোগীদের মধ্য কাউকে হোম কোয়ান্টাইনে কাউকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলায় নতুন করে ৪ জনসহ মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Exit mobile version