Site icon Jamuna Television

ভারতে টু্ইটার বন্ধের আহ্বান কঙ্গনার

কঙ্গনা রনৌত। ছবি: ইনস্টাগ্রাম

ভারতে টুইটার বন্ধ করে দিতে চান বলিউড তারকা কঙ্গনা রনৌত। কেননা তার বোনের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভারতের সরকারের কাছে তিনি টুইটার বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

‘সহিংসতা’ ও ‘ঘৃণা’ ছড়ানোর অভিযোগে গত বৃহস্পতিবার কঙ্কনার বোন রাঙ্গলি চণ্ডালের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগ টুইটার কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়েছেন কঙ্গনা।

ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি বোনের পক্ষ নিয়ে বলেছেন, আমার বোন বলেনি যে, সব মুসলমান সন্ত্রাসী। সে বলতে চেয়েছে যে, যারা পুলিশ ও চিকিৎসকদের সহযোগিতা করছে না, তাদের শাস্তি হওয়া উচিত।’ ভিডিওটির সঙ্গে তিনি ক্যাপশন হিসেবে লিখেছেন, গণতন্ত্রে কেন মত প্রকাশের স্বাধীনতা জরুরি, রাঙ্গলি চণ্ডালের টুইট প্রসঙ্গে কঙ্গনা।

ভিডিওটির শেষাংশে কঙ্গনা দেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করেন, ভারত থেকে টুইটারের মতো মিডিয়াকে বন্ধ করে দেওয়া উচিত।

সূত্র: ইনস্টাগ্রাম

Exit mobile version