Site icon Jamuna Television

আখাউড়ায় পৃথক দুটি লাশ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের প্রবাসী সুলতান মিয়ার বসতঘর থেকে দুপুরে উদ্ধার হয়েছে সালাতুল মিয়া (২৩) নামে এক যুবকের লাশ। অন্যদিকে বিকালে একই ইউনিয়নের গঙ্গাসাগর দীঘি থেকে কামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী এই তথ্য নিশ্চিত করে বলেন, সালাতুল গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। অপরদিকে সোমবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর দীঘিতে গোসল করতে গিয়ে নিখোজ হয় কামাল মিয়া। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৫টার দিকে দীঘি থেকে তার লাশ উদ্ধার করা হয়। কামাল মাদকাসক্ত ছিলেন বলে জানান ওসি।

Exit mobile version