Site icon Jamuna Television

জ্বালানি তেলের দাম নেমে এলো শূন্য ডলারের নিচে

ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম নেমে এলো শূন্য ডলারের নিচে। অর্থাৎ, তেল কিনলে দাম তো দিতে হবেই না, উল্টো ক্রেতাদের প্রণোদনা দেবে উৎপাদকরা।

করোনা মহামারির প্রভাবে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমে যাওয়ায় মজুদ বেড়েছে বেশ কয়েক গুণ। লকডাউনে বিশ্ববাণিজ্য স্থবির বলে ট্যাঙ্কারেই জমছে তেল। এ অবস্থায় দু’এক সপ্তাহের মধ্যে সব ট্যাঙ্কার পূর্ণ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রতিষ্ঠানগুলোর। ফলে উল্টো ক্রেতাকে প্রণোদনা দিয়ে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানগুলো।

মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল তেলের সাথে ৩৭ দশমিক ছয়-তিন ডলার দিচ্ছে ক্রেতাদের। দর হারিয়েছে ইউরোপিয়ান বেঞ্চ মার্ক- ব্রেন্ট ক্রুডও।

Exit mobile version