Site icon Jamuna Television

রংপুরে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া

রংপুরে কাল বৈশাখী

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় বইছে রংপুর অঞ্চলে। সাথে সাথে বৃষ্টিও হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বেলা সোয়া ১১ টায় এই দমকা, কাল বৈশাখী শুরু হয়। ঘণ্টায় এর গতিবেগ ৪৪ নটিক্যাল মাইল অর্থাৎ ৭৯.২ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বইছে। সাথে আছে বৃষ্টি।

কালবৈশাখীতে রংপুর অঞ্চলের আমন, শাকসবজি এবং ভুট্টার ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

Exit mobile version